ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট: March 9, 2025 |
inbound7640996780140404865
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) রাত দেড় টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

inbound8657879251939868315

এসময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’ চব্বিশ এর বাংলায় ধর্ষকদের ঠাই নাই’ সহ একাধিক স্লোগান দেন।

inbound9181256948066512095

ইংরেজী বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ধর্ষনের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নিরব ভূমিকা আামদের গতকাল ৭ বছরের নিরীহ আছিয়ার ধর্ষিত লাশ উপহার দিয়েছে৷

বিচার না হওয়ার কারনে আজকে গাজীপুরে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। ৪৮ ঘন্টার মধ্যে এসব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দিব এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দিব।

রাত তিনটা পর্যন্ত মহাসড়কে অবস্হান নেয় শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর