ধর্ষণের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন আজহারি

আপডেট: March 9, 2025 |
inbound1885705344700759617
print news

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। ধর্ষণের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

রোববার (০৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, বাকরুদ্ধ বাংলাদেশ!পুরো জাতি যেন আজ স্তব্ধ! এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?

পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।

দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সব সময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে।

ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক—এটাই আজ গণমানুষের দাবি।

Share Now

এই বিভাগের আরও খবর