জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ

আপডেট: March 10, 2025 |
inbound2046573688931806819
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী মঞ্চ গঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ)বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষিত হয়।

কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন, সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সহ-মুখপাত্র – ফাহমিদা ফাইজা ও মালিহা নামলাহ।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, আয়েশা সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্না, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা,জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন,আফিয়া ইবনাত সামিহা, মেহজাবীন পালোয়ান।

ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র সৈয়দা মেহের আফরোজ শাঁওলি বলেন, আজকে নতুন বাংলাদেশে আমাদের এরকম একটি জায়গায় দাড়াতে হচ্ছে এটা আসলে লজ্জাজনক, তবুও এ লজ্জা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

আপনারা জানেন দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানি ঘটে যাচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী  কোনোভাবেই সেটা নিয়ন্ত্রন করতে পারছে না।

তিনি আরও বলেন,একজন নারীর যে নিরাপত্তা সেটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, এই নতুন বাংলাদেশে, এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে যেসব কথা বলে যাচ্ছেন সেসব কথা নারীর নিরাপত্তার পক্ষে না।

বিগত সময়ে রাষ্ট্রের পেটোয়া বাহিনী পুলিশ যেভাবে মানুষকে পিটিয়েছে তারা কেন আজ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, এটা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, এটা মূল্যবোধের অবনতি, মানসিক অবনতি, এই অবনতিকে ঠেকাতেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।

Share Now

এই বিভাগের আরও খবর