জাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ এর ইফতার মাহফিল  

আপডেট: March 19, 2025 |
inbound6019271539144271246
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন করা হয়।

নিসচা কতৃক আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিসচা’র প্রধান উপদেষ্টা ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি।

এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব অনিক, শাখা ছাত্রশিবিরের ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উজ্জল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর মুখপাত্রবৃন্দ।

নিসচা’র সদস্য সচিব ফয়সাল আহম্মেদ স্বাধীন বলেন, নতুন সংগঠন হিসেবে আমরা ২১ জানুয়ারি থেকে যাত্রা শুরু করি।

আমরা দায়িত্ব নেওয়ার পরপরই ভর্তি পরীক্ষা চলে আসে, যেখানে ক্যাম্পাসের ভেতর রোভার স্কাউট ও বিএনসিসির সাথে শৃঙ্খলা রক্ষায় কাজ করি। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নিরসনে পুলিশ ও সেনাবাহিনীর সাথে কাজ করেছি।

তিনি আরও বলেন, আমরা চাই আরামদায়ক ভ্রমণ কারো মৃত্যুর কারণ না হোক, এক্ষেত্রে যেমন সচেতনতা জরুরী, তার থেকেও বেশি জরুরী সুশাসন এবং নিসচা’র কেন্দ্রীয় শাখা, বিশ্ববিদ্যালয় শাখা ও জেলা শাখাগুলো সুশাসন নিশ্চিতে প্রশাসনকে সাহায্য করছে ও সচেতনতা সৃষ্টিতে জনমত গঠন করছে।

নিসচা’র এজেন্ডা সম্পর্কে তিনি জানান, আমরা আরো কিছু এজেন্ডা হাতে নিয়েছি। ক্যাম্পাসের সকল সংগঠনের সহযোগিতায় আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশাবাদী।

Share Now

এই বিভাগের আরও খবর