জয়পুরহাটে সেমাই কারখানায় অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

আপডেট: March 21, 2025 |
inbound6798722992949418251
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার একটি সেমাই কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরী করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ওই সেমাই কারখানা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, ক্যাবের সভাপতি আঃ সালাম সরদার, ক্যাবের সদস্য তামিম হোসেন প্রমুখ।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, আজকে এই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনের জন্য তাদের কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর