বগুড়ায় বোনকে ধর্ষণের অভিযোগে আপন ভাই গ্রেফতার

আপডেট: March 21, 2025 |
inbound6720094404760296659
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় আপন বোনকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগ করা মামলায় বড় ভাই সুজন মন্ডল(২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের পর ধনুট থানা থেকে আসমী সজন মন্ডলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে।

এর আগে ১৯ মার্চ(বুধবার) রাতে পুলিশ অভিয়ান চালিয়ে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন মন্ডল বগুড়ার ধনুট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রয়ন পল্লীর রঞ্জু মন্ডলের ছেলে।

জানা গেছে,সুজনের বাবা রঞ্জু মন্ডল প্রায় ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে সুজন তার মা ও বোনকে নিয়ে চুনিয়াপাড়া আশ্রয়ণ পল্লীর সরকারি ঘরে বসবাস করেন।

সুজন মন্ডল তার মা,বোন ও বৃদ্ধা নানীকে নিয়ে প্রতিদিন একই ঘরে ঘুমান। এ অবস্থায় ৪ মাস আগে সুজন তার বোনকে পাশের গ্রামে বিয়ে দেয়।

কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় ২ মাস আগে ভুক্তভোগী মেয়েটি চুনিয়াপাড়া ভাইয়ের বাড়িতে ফিরে আসে।সেই থেকে ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন মেয়েটি।

এদিকে জীবনের তাগিদে মেয়েটির মা শেরপুর উপজেলা শহরের একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয়।সে কারণে মেয়েটির মা শেরপুর শহরে অবস্থান করেন।

আর সুজন তার বোন ও নানীকে নিয়ে চুনিয়াপাড়া গ্রামের বাড়িতে বসবাস করে। প্রতিরাতে একই বিছানায় ঘুমানোর সুযেগে প্রায় ২ মাস ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আপন বোনকে ধর্ষণ করে সুজন মন্ডল।

কিন্তু মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে বলে বিশ্বাস করাতে পারেনি।

এ অবস্থায় ১৮ মার্চ সকাল ১০টায় সুজন তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে।বড় ভাইয়ের যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মেয়েটি পাশের বাড়িতে আশ্রয় নিয়ে লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।

এঘটনায় বুধবার(১৯ মার্চ) বিকালে সুজনের মা বাদী হয়ে ছেলে সুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধনুট থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুল আলম এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারিরীক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ(শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর