কবে ফিরছেন তারেক রহমান? জানালেন মির্জা ফখরুল

আপডেট: March 22, 2025 |
inbound5158039385534727710
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলাগুলো সরে গিয়েছে, আলোচনায় আসছে তিনি কবে আসছেন।

এ বিষয়ে সুনির্দিস্ট কোন দিনক্ষণ ঠিক হয়েছে কিনা? জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমরা সুনির্দিস্ট দিনক্ষণ ঠিক করিনি। আমাদের যখন মনে হবে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন।

এর আগে সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নির্বাচন, জাতীয় ঐক্য ও সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের করণীয় হল একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সমূহ সম্পন্ন করবে। জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব।

Share Now

এই বিভাগের আরও খবর