আজ বায়ু দূষণে শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

আপডেট: March 25, 2025 |
inbound6652922595118563701
print news

মঙ্গলবার (২৫মার্চ) সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা শীর্ষ ৩-এ রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৮), বেচারাম দেউড়ি (২১৮), সাভারের হেমায়েতপুর (২০৯)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় এরপরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯২), গুলশান লেক পার্ক (১৮৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৫), ও কল্যাণপুর (১৮৩)। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৬৩), দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার (২২৫)। এ দুই শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এছাড়া চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৮৪), ভিয়েতনামের হ্যানয় (১৭৬) ও দক্ষিণ কোরিয়ার সিউল (১৬৯)। এ সময় শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

Share Now

এই বিভাগের আরও খবর