বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ উপহার দিলো জামায়াত

আপডেট: March 26, 2025 |
inbound2385831651538311901
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৫ মার্চ (মঙ্গবার) বাদ জোহর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স হল রুলে এ ঈদ সামগ্রী বিতরণে আয়োজন করা হয়।

বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিয়ক সম্পাদক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক ও সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, ৯নং ওয়ার্ড জামায়াতের আমির রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হাদি শফিক, নাজমুল হক মোহন, মারুফ হাসান সুমন প্রমূখ।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী দেশের সার্বিক কল্যাণে কাজ করছে। অন্য সেক্টরের মত ক্রীড়া সেক্টরকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে জামায়াত।

তারই অংশ হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই এই আয়োজন।

ক্রীড়াঙ্গনের মানুষের সুখে-দু:খে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর