পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল, টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট

আপডেট: March 28, 2025 |
inbound5988646771905830129
print news

ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের সারি।

শুক্রবার (২৮ মার্চ) ছুটির প্রথম দিনে সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে সেই দীর্ঘ সারি আরও দীর্ঘতর হচ্ছে।

নাড়ির টানে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ।

পদ্মা সেতু কর্তপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে বলে।

পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি।

মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে। যা এখনো অব্যাহত রয়েছে।

মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী গাড়ির চাপও বেড়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোর আদায় করা হচ্ছে।

তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে।

তারপরেও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোলপ্লাজা এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, আজ শুক্রবার ভোর হতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে।

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবহনের জট তৈরি হয়েছে।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, শুক্রবার সকাল ৬টার পর হতে সেতুতে যানবাহন চলাচল বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল অস্বাভাবিক বেড়েছে।

আমরা মোটরসাইকেলের টোল আদায়ের জন্য আলাদা আরও দুটি অস্থায়ী বুথ সৃষ্টি করেছি।

এখোন সেতু এলাকায় মোট ৩টি বুথের মাধ্যমে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। সেতুর গোড়ায় এখন ১ কিলোমিটারের মতো গাড়ির জট সৃষ্টি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর