ঈদ শেষে মেট্রোরেল চলাচল শুরু

আপডেট: April 1, 2025 |
inbound5200319960692517539
print news

ঈদ শেষে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সোমবার (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

আজ ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে।

গত রোববার (৩০ মার্চ) ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

পরদিন সকাল থেকে অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর