নববর্ষে নিরাপত্তা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: April 8, 2025 |
inbound1859737153452000674
print news

এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদযাপন হবে, ফলে সেই বিষয়টি সামনে রেখে ঢাকাসহ সারা দেশে উৎসবকেন্দ্রিক নিরাপত্তাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা করা প্রয়োজন, সেসব করা হচ্ছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।’

বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১০ তারিখে সিদ্ধান্ত হবে। নাম পরিবর্তন নিয়ে আজকে আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে, বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর