মান্দায় সন্ধ্যারানীকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট: April 11, 2025 |
inbound2533695106298028555
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সন্ধ্যারানী (২০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের গৃহবধু পরকিয়ার বলি হয়ে এক শিশু সন্তানসহ আব্দুস ছালাম নামে এক ব্যক্তির হাত উধাও হয়ে গেছেন।

এমন ঘটনার প্রেক্ষিতে ওই গৃহবধুকে ফিরে পেতে তার স্বামী ও শশুর পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী সুমন পাহান তার শুশুর বাড়ী মান্দা উপজেলার কালিসভা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সন্ধ্যারানীর স্বামী সুমন পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির চৌমাসিয়া গ্রামের মদন পাহানের ছেলে।

অপরদিকে অভিযুক্ত আব্দুস ছালাম হোসেন (৩৩) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির নামাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমন পাহান জানান,আমরা আদিবাসী সম্প্রদায়ের লোক।

১১ বছর পূর্বে সন্ধ্যারানীকে শরিয়ত মোতাবেক বিবাহ করি। তার গর্ভের ১টি ছেলে সন্তান রয়েছে। এমতাবস্থায় গত বুধবার (৯ এপ্রিল) অভিযুক্ত ছালাম হোসেন আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়েছেন।

পালানোর সময় বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা ও ১ লক্ষ ৩০ হাজার টাকার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছেন।

উক্ত টাকা পয়সাসহ স্ত্রী-সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছি। একই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান,এঘটনায় তার স্বামী সুমন পাহান অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর