জলবায়ু সুবিচারের দাবিতে রংপুর তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

আপডেট: April 11, 2025 |
inbound7387343518111285607
print news

বেরোবি প্রতিনিধি: রংপুর, ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার) — “#Don’t Sell Our Future” এবং “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করুন” — এই দাবিকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫’।

পরিবেশ-সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ ধর্মঘটে অংশ নেয় YouthNet GLOBAL, Rangpur District-এর সদস্যরা।

তারা জোরালোভাবে দাবি জানান, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে একটি টেকসই ও পরিবেশবান্ধব জাতীয় বিদ্যুৎ মহা পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

কর্মসূচিতে বক্তৃতা প্রদানকালে ইয়ুথনেট গ্লোবাল রংপুর জেলার জেলা সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করে বাংলাদেশকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।

একইসঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া ঋণ অবিলম্বে মওকুফ করতে হবে।”

ধর্মঘটে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দরকার।

ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে একটি নতুন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর