কয়েক বিভাগে তীব্র বজ্রপাতের শঙ্কা, ঘরে থাকার পরামর্শ

আপডেট: April 13, 2025 |
inbound556704654174011802
print news

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রবিবার দেশের কয়েক বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। এসব এলাকার মানুষকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার (১৩ এপ্রিল) ভোর পৌনে পাঁচটায় নিজের ফেসবুক পেজে গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ রবিবার ভোর ৫টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

নিম্নলিখিত সময়ে কালবৈশাখী ঝড় বিভিন্ন বিভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছেঃ

রংপুর বিভাগ: সকাল ১০টা পর্যন্ত;

রাজশাহী বিভাগ: সকাল ১০টা পর্যন্ত;

ময়মনসিংহ বিভাগ: সকাল ৬টার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত;

ঢাকা বিভাগ: সকাল ৮টার পর থেকে দুপুর ২টা পর্যন্ত;

সিলেট বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত;

চট্টগ্রাম বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলা: সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত;

এই সময়ে এসব বিভাগের মানুষকে বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

গবেষক পলাশ আরো জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে বিকেল ৪টার মধ্যে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলা কান্দি জেলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।

তিনি জানান, আজ রবিবার সকাল ৯টার পর থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা রয়েছে ।

Share Now

এই বিভাগের আরও খবর