আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

আপডেট: April 13, 2025 |
inbound4567662829533364595
print news

আগামীকাল সোমবার পহেলা বৈশাখ। নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় শুরু হবে। অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

আজ রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে বিকাল পাঁচটার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপিত হবে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে।

ক্যাম্পাসে নববর্ষের সকল ধরনের অনুষ্ঠান আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে। পাঁচটার পর কোনভাবেই ক্যাম্পাসে ঢোকা না গেলেও শুধু বের হওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য টিএসসির সামনের রাজু ভাস্কর্যের পেছনের গেইট, চারুকলা অনুষদের সামনের ছবির হাটের গেইট এবং বাংলা একাডেমির রমনা কালী মন্দির সংলগ্ন গেইট বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর