বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

আপডেট: April 15, 2025 |
inbound5724151517400044324
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন হয়েছে।

১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে শোভাযাত্রায় পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর প্রশাসক মাসুম আলী বেগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশাল এই আনন্দ শোভাযাত্রায় গ্রামীন ঐতিহ্য, জাতীয় ফুল-ফল প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দিন বদলের মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি তৌফিকুল আলম টিপু।

বেলা ১২ টায় শরের শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। বিএনপির অংগসগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে বর্ণিল সাজে অংশগ্রহান করেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা,জয়নাল আবেদীন চান,বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন,মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম,জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আবু হাসান,সদস্য সচিব সাইফুল ইসলাম রনি,ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।শহরের পৌর পার্ক জাসাস জেলা শাখার উদ্যোগে সাতদিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর