বগুড়ায় যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের চার নেতা কর্মী গ্রেফতার

আপডেট: April 16, 2025 |
inbound5338462299944516814
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ চার নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।

গ্রেফতারকৃত ওই চারজন হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন টাকাধুকুরিয়া গ্রামের মোঃ নুরুল ইসলাম খানের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন খান (৩৭); বগুড়া শেরপুরের চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক (৪০); বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা পূর্বপাড়া গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মোঃ সোহেল রানা (৪৫); বগুড়া শেরপুরের চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী মোঃ শাহ আলম (২৮)।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, প্রথম আসামিকে মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে এবং বাকি তিনজনকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর দলিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদেরকে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর