ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে: মির্জা ফখরুল

আপডেট: April 16, 2025 |
inbound3657841814581282981
print news

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরও অবনতির দিকে যাবে বলে বিএনপি স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে।

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল জানান, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সূচি তুলে ধরা হয়েছে, তাতে বিএনপি মোটেই সন্তুষ্ট নয়।

“বৈঠকে আমরা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও গ্রহণযোগ্য নির্বাচনের সময়সূচি দাবি করেছি,” বলেন বিএনপি মহাসচিব। তবে প্রধান উপদেষ্টা কোনো নির্ধারিত ডেডলাইন দেননি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক সংকট সমাধানে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্তের এখনই প্রয়োজন, বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর