কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে: রাজনাথ সিংহ

আপডেট: April 24, 2025 |
inbound6318873594898811846
print news

কাশ্মীরের পাহালগামে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে জড়িত শুধু সরাসরি হামলাকারীরাই নয়, বরং যারা পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্র করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজনাথ সিংহ স্পষ্ট ভাষায় জানান, “আমাদের লক্ষ্য শুধু হামলাকারী নয়, তাদের পরিচালনাকারীরাও।

এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পেছনে যারা আছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান জিরো টলারেন্স, এবং আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হামলার নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার রাতে এক আবেগঘন এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি বলেন, “যারা এই বর্বর হামলার পেছনে রয়েছে, তারা কোনোভাবেই রেহাই পাবে না। তাদের ঘৃণ্য উদ্দেশ্য কখনই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল থাকবে।”

বিশ্লেষকদের মতে, পাহালগাম হামলাটি ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর জম্মু-কাশ্মীর অঞ্চলে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

পুলওয়ামায় সেই সময় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন, যা পুরো ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। পাহালগামের সাম্প্রতিক হামলা ফের সেই স্মৃতি জাগিয়ে তুলেছে এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর