বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ০২


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে শাজাহানপুর থানাধীন বামানিয়া মন্ডলপাড়া রাজিত পেট্রোলিয়াম এলাকা থেকে ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা ও ৬৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলফাজ (৩২) এবং শফিকুর রহমান (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৩ এপ্রিল (বুধবার) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২,বগুড়ার একটি চৌকস আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানারধীন চন্দ্রপর ইউনিয়নের লতাবর আমতলা গ্রামের মৃত-আব্দুল বারেকের ছেলে মোঃ আলফাজ ও রংপুর জেলার কাউনিয়া থানার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের মোঃ দুলাল হোসেন এর ছেলে শফিকুর রহমান।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর- ঢাকাগামী যাত্রীবাহী বাসে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এর ধারাবাহিক ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বামনিয়া মন্ডলপাড়া রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সিমেন্টের চুলার ভিতরে মাদকদ্রব্য পরিবহনকালে আসামী মোঃ আলফাজ ও আসামী মোঃ শফিকুর রহমান’কে ৬৯ (উনসত্তর) বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ০২টি মোবাইল, ০৩টি সীম, নগদ-১৫৫০/- টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপার্দ করা হয়েছে।