জাবির লেক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও স্মারকলিপি 

আপডেট: April 24, 2025 |
inbound4085744452497876022
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলা অনুষদ সংলগ্ন লেকের জরুরি সংস্কারের দাবিতে দুইদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে নতুন কলা ভবনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

inbound7319217560020427397

প্রতিনিধিরা জানান, লেকের দূষণ, জলাবদ্ধতা, ও অব্যবস্থাপনার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বেড়েছে মশার উপদ্রব, শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটছে।

এ অবস্থায় ৬ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন তারা, যার মধ্যে রয়েছে—দ্রুত লেক খনন, স্থায়ী পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, স্বচ্ছ রোডম্যাপ প্রকাশ, ড্রেনেজ সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও লেকপাড়ে সৌন্দর্য্য বর্ধন।

inbound5904583899296052700

প্রতিনিধি ও দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজনীন নাহার তাম্মি বলেন, “নতুন কলার একজন শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত এই লেকটিকে মৃতপ্রায় হতে দেখছি। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রশাসন যদি উদ্যোগ না নেয়, তবে আমরা স্বেচ্ছাশ্রমে সংস্কারে অংশ নেব।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “প্রশাসনের সদিচ্ছা রয়েছে। তবে আর্থিক জটিলতার কারণে খনন কাজ পর্যায়ক্রমে শুরু হবে। অন্য প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।”

উল্লেখ্য, দীর্ঘদিনের অপরিচর্যা ও অবহেলার কারণে নতুন কলা ভবনের পাশের লেকটি আজ প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। পানির স্বচ্ছতা হারিয়ে গেছে, জমে থাকা আবর্জনা থেকে উৎপন্ন হচ্ছে দুর্গন্ধ, আর বেড়েছে মশার উপদ্রব। যার কারণে এটি এখন শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর