পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে রাঙ্গামাটিতে নিহত ৫

আপডেট: April 26, 2025 |
print news

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা মো. তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মাইনকারটেক এলাকার নূর নাহার বেগম, হাটহাজারীর ছাত্তারঘাট ঈসাপুরের মাহমুদুর রহমান। বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর