বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের সূচি প্রকাশ

আপডেট: May 2, 2025 |
boishakhinews
print news

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্তই ছিল। শুক্রবার (২ মে) সূচি প্রকাশ করল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিজ্ঞপ্তিতে দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে তারা।

চলতি মাসে পাকিস্তান সফরের আগে এই সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে এই দুটি টি–টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, “বাংলাদেশ পুরুষ দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারা রোমাঞ্চের। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতকে খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।”

উল্লেখ্য, আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে তিনটিতেই। প্রথমটি জিতেছে মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে। সর্বশেষ ২০২২ সালে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর