বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা

আপডেট: May 6, 2025 |
inbound7396090842994020266
print news

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিমানবন্দরে প্রবেশের গোলচত্বর এলাকায় কঠোর অবস্থানে দেখা গেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যদের। যারা প্রবেশ করছেন সঠিক কারণ যাচাই-বাছাই ও নিরাপত্তা তল্লাশি শেষে প্রবেশ করছেন।

এদিকে আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের।

মঙ্গলবার (৬ মে) সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায়ও অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। পাশাপাশি দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের প্রধান ও অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বলেন, বিএনপির চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র নেতাকর্মীদের ঢল নামবে। এ ঢল ঠেকাতে ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই মোতাবেক তারা কাজ করছেন।

তিনি বলেন, পোশাকে, সাদা পোশাক, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর্মড পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন এবং হবেন। সড়কে যেন কেউ না নামেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর