সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আপডেট: May 14, 2025 |
inbound4749606042687228040
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

১৪ মে বুধবার সকাল ১১ টায় উপজেলার খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান মো: আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল মাজেদ প্রমুখ।

চলতি মৌসুমে কৃষকের অ্যাপে অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩৯ মেট্রিক টন ধান এবং চাল ১৪২২ মেট্রিক টন।

সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে ৩১ আগষ্ট পর্যন্ত এ অভিযান চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর