লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ


জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছে, এ তথ্য সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, শুরুতে শুধুমাত্র জেলা পর্যায়ে অসচ্ছল নাগরিকদের জন্য আইনি সহায়তা চালু হলেও পরবর্তীতে তা বিস্তৃত হয় সুপ্রিম কোর্ট, দেশের কারাগার, ও টোল-ফ্রি ‘১৬৪৩০’ কল সেন্টার পর্যন্ত। পাশাপাশি, ঢাকা ও চট্টগ্রামে গড়ে তোলা হয় শ্রমিক আইনগত সহায়তা সেল।
২০১৩ সালে শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত শুধু ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ২১ হাজার ৫৪৯টি আইনগত পরামর্শ প্রদান করা হয় এবং ৪ হাজার ৪২৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে ৮০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে, এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৩০০ মামলায়, যার মধ্যে ১ হাজার ৯১৩টি মামলা মীমাংসিত হয়েছে।
এ পর্যন্ত এই দুই সেলে মোট ২৯ হাজার ২৭৪ জন উপকারভোগী শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।