বেরোবিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

আপডেট: May 22, 2025 |
inbound5589380306940842120
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার ক্ষেত্রে আউটকাম বেসড এডুকেশন (ওবিই)-এর গুরুত্ব অনেক।

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ওবিই কারিকুলাম অনুসরণ করা প্রয়োজন।

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলামের আলোকে শিক্ষা কার্যক্রম প্রণয়নে শিক্ষকদের প্রতি আহবান জানান।

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত আউটকাম বেসড এডুকেশন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর