বগুড়ার শিবগঞ্জে পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্বশুর গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে আপন পুত্রবধুকে ধর্ষনের আভিযোগে শ্বশুর সাকানুর (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ি মধ্যপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম এর স্ত্রী দুই সন্তানে জননী (২৬) প্রতিদিনের ন্যায় গত ২১মে (বুধবার) রাত ৯টার দিকে দুই সন্তানের নিয়ে তার শয়ন ঘরে ঘমিয়ে পড়ে।
ওই সময় স্বামী শহিদুল ইসলাম পাশ্ববর্তী– বাজারে গিয়েছিলেন।রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে তার শয়ন ঘরের চৌকির নিজে তার বাবা সাকানুর ও স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।
পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট পিতা ততক্ষণে কৌশলে পালিয়ে যায়। এঘটনায় ২২মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় পুত্রবধু বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে লম্পট পিতাকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।