রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

আপডেট: May 25, 2025 |
inbound5530376682477789575
print news

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৫ মে) সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করলেও প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।

তিনি বলেন, কাকলী এলাকায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। তাদের পরিচয় জানা পাওয়া যায়নি,জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে মরদেহ দুটি উদ্ধার করেছে। সেগুলো হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে বনানী, বিমানবন্দর ও উত্তরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর