বগুড়ায় আওয়ামী লীগ নেতা আঃ মালেক গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় সংঘর্ষের মামলায় ইউপি সদস্য ও স্হানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ মে (বুধবার) দুপুর সোয়া ১২ টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলাধীন আশেকপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আব্দুল মালেক ৯নং আশেকপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
সে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের দাড়িকামারি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম শফিক।
ওসি শফিকুল ইসলাম শফিক জানান, গত ৮ মার্চ ২০২৫ তারিখে শাজাহানপুর থানায় দায়ের করা মামলা নম্বর-১৭ এর তদন্তপ্রাপ্ত আসমী আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।