সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে

আপডেট: June 10, 2025 |
boishakhinews24.net 93
print news

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ার নামের একটি আটতলা ভবনের গ্যারেজে পাওয়া গেছে কোটি টাকার ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ি। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিহত আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (৯ জুন) রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা কালো রঙের ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’ নম্বরের গাড়িটি থেকে সংসদ সদস্য ও সিআইপি স্টিকারসহ গাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, “খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। গাড়ি থেকে কাগজপত্র, সংসদ সদস্যের স্টিকার এবং সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের গাড়ি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, গ্যারেজে গাড়িটি বেশ কয়েক মাস ধরে রাখা আছে। মাঝে মাঝে স্টার্ট দেওয়া হলেও বাইরে বের করা হতো না। তারা আরও জানান, গাড়ির কাগজে আনোয়ারুল আজীম আনারের নাম রয়েছে।

প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন, “শুনেছিলাম এটি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি। পরে পুলিশ এসে কাগজ দেখে জানায় এটি এমপি আনারের। গাড়ির চালক একসময় ছিলেন আওয়ামী লীগ নেতা আজগার আলীর ড্রাইভার। বর্তমানে তিনি জেনুইন লিফ কোম্পানিতে চাকরি করেন এবং পুলিশের কাছে কাগজ জমা দিয়েছেন।”

স্থানীয়দের দাবি, ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা জেনুইন লিফ টোব্যাকো নামে একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তারাই গাড়িটি গ্যারেজে রেখে দিয়েছে। এ কোম্পানির জিএম বেলাল ও সিইও জাহিদ স্যারের নির্দেশেই গাড়িটি রাখা হয়েছে বলে অভিযোগ।

ভবনের কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, “ফরেনাররা নিয়মিত ওই ফ্লোরে থাকেন, খাওয়া-দাওয়া করেন। গাড়িটি তারাই রেখেছেন।”

গাড়ির চালক শান্ত বলেন, “পাঁচ বছর আগে আমি আজগার আলীর ড্রাইভার ছিলাম। এখন জেনুইন লিফ কোম্পানিতে কাজ করি। জিএম বেলাল স্যার ও সিইও জাহিদ স্যারের নির্দেশে মাঝে মাঝে গাড়ি স্টার্ট দিই। গাড়িটির মালিক কে তা আমি জানি না।”

ভবনের নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গাড়িটি কবে এসেছে, কার তা আমি জানি না। আজকে শুনলাম এটি একজন এমপির। গাড়িটি মাঝে মাঝে স্টার্ট দেওয়া হতো।”

তদন্তে জানা গেছে, গাড়িটি বর্তমানে পার্কিং করা আছে মেহেরপুর জেলার মুস্তাফিজুর রহমান নামে এক ভাড়াটিয়ার নির্ধারিত স্পেসে। তিনি সাফিনা টাওয়ারের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং ফেব্রুয়ারি ২০২৫ থেকে ভাড়া নিয়েছেন। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশমাইল এলাকার ‘তারা টোবাকো’র একজন শেয়ারহোল্ডার।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে তিনি নিখোঁজ হন। পরে ২২ মে জানা যায়, তাকে হত্যা করে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর