১২ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট: June 10, 2025 |
boishakhinews24.net 99
print news

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ  বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরো দাম বাড়বে।

সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা নিয়েছে। এছাড়াও সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে দিয়ে চামড়া পাচারের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে জয়পুরহাট শহরের আরাফাত নগর পশুর কাঁচা চামড়ার গুদাম ও আল জামিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা ও পদক্ষেপ নিয়েছে। সহায়ক ভূমিকা হিসেবে সাড়ে সাত লাখ মন লবণ বিতরণ, মসজিদের খুতবায় ব্যাখ্যা, ৮৬ হাজার কষাইকে প্রশিক্ষণ, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে। সেইসাথে চামড়া রপ্তানিকে উদারীকরণ করার জন্য কাঁচা চামড়া তিন মাস রপ্তানি ওপেন করা হয়েছে ।

এর ফলে একটা চাহিদা সৃষ্টি হবে এবং চামড়ার পুরনো হারানো গৌরব ফিরে পাবে। চামড়া হচ্ছে পচনশীল কেউ যদি সংরক্ষণ না করেন এবং সরকারের উদ্যোগের সাথে সম্পৃক্ত না হয়ে সমস্ত দ্বায় যদি ড. ইউনুসকে দেওয়া হয়, তিনি সব চামড়া কিনে নিবেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। বাস্তবতা স্বীকার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জয়পুরহাট চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন,জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিম, সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর