বগুড়ায় কৃষকলীগের সভাপতি নাহিদ গ্রেফতার

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 143
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের কৃষক লীগের সভাপতি নাহিদ হাসান(৪১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১১জুন (বুধবার) দিবাগত রাত সোয়া ৮টার দিকে সোনাতলা থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পাকুল্লা বাজার এলাকা থেকে নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়।

তিনি পাকুল্লা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান,দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নাহিদ হাসানকে পাকুল্লা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাহিদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর