কক্সবাজারে সাগরে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট: July 8, 2025 |
inbound1403110542810349859
print news

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ক্যাম্পাসের আরও দুই বন্ধু।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি জাদুঘরের পাশের সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম কে এম সাদমান রহমান সাবাব (২০)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, “মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধু মিলে উত্তাল সাগরে নামলে হঠাৎ স্রোতের টানে তিনজনই তলিয়ে যায়।

কিছুক্ষণ পর সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অন্য দুজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।”

নিহতের বন্ধু ও আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে তারা পাঁচজন বন্ধু সোমবার কক্সবাজার বেড়াতে যান।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হিমছড়ি সৈকতে গিয়ে ছবি তোলার একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তিনি এবং আরেক বন্ধু ছাতার নিচে চলে আসেন। তবে সাবাব, অরিত্র ও আসিফ সাগরে থেকে যান।

“আমরা অনেকবার তাদের ডেকেও সাড়া পাইনি। তারা শুধু বলছিল, ‘আসছি, আসছি’। এমনকি স্থানীয় মাঝিরাও তাদের সরে আসতে বলেন। একপর্যায়ে তারা হঠাৎ সাগরের স্রোতে তলিয়ে যায়,” বলেন রিয়াদ।

তিনি আরও বলেন, “অল্প কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। কিন্তু অরিত্র ও আসিফকে এখনও পাওয়া যায়নি।”

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। উত্তাল সাগরে নিরাপত্তাবিধি অমান্য করে গোসল করা যেন প্রাণঘাতী বিপদ ডেকে না আনে, আবারও সেই সতর্কতা সামনে এলো।

Share Now

এই বিভাগের আরও খবর