বগুড়ায় ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


lশাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদিক (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
০৮ জুলাই (সোমবার) বিকালে বগুড়ার শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকায় এ জে আর কুরিয়ার সার্ভিসের সমনে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিককে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃত সাদিকের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।