জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: August 15, 2025 |
inbound440768437018607434
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ছাত্র জনতার জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  জেলা প্রশাসক  গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ  করা হয়েছে।

শুক্রবার  বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় জয়পুরহাট পৌরসভা  ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

তাদের প্রতিদ্বন্দ্বি পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২ গোলে পরাজিত করে।

জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টূর্ণামেন্ট এর  সমাপনী ও পুরষ্কার বিতরণ  করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,  সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,  যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির  ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাবেক জাতীয় দলের ফুটবলার মোঃ আফজাল হোসেন,রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক।

আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার,   সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, এনডিসি উজ্জ্বল বাইন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, সাজজাদ হোসেন, আয়শা সিদ্দিকা তাওহীদা প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ছাত্র জনতার জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ৫ টি উপজেলার ৫ টি টিম  এবং ৩ টি পৌরসভাসহ মোট ৮ টি টিম খেলায় অংশ গ্রহণ করেছিল।

Share Now

এই বিভাগের আরও খবর