শাহজাদপুরে রবী’র স্থায়ী ক্যাম্পাসের দাবীতে বিএনপি’র সংবাদ সম্মেলন 

আপডেট: August 17, 2025 |
inbound2063590791885928434
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবী’র স্থায়ী ক্যাম্পাসের দাবীতে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট) দুপুরে শাহজাদপুর প্রেসক্লাব হল রুমে শাহজাদপুর উপজেলা বিএনপি আয়োজিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শাহজাদপুরের গন মানুষের নেতা ও জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,  পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজ, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেন প্রমূখ।

সংবাদ সম্মেলনে প্রফেসর ড. এম এ মুহিত বলেন, অতি দ্রুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে।

এই শাহজাদপুর হচ্ছে রবী ঠাকুরের প্রিয় স্থান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই শাহজাদপুরেই হতে হবে। এটা শাহজাদপুরবাসীর প্রানের দাবি।

একটি কুচক্রি মহল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ষরযন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। শাহজাদপুরে রবীন্দ্রনাথের জায়গাতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে হবে।

এজন্য যা কিছু করা দরকার শাহজাদপুরবাসীকে সাথে নিয়ে করা হবে৷

Share Now

এই বিভাগের আরও খবর