চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

আপডেট: August 21, 2025 |
inbound4887202118163391946
print news

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে চার দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান।

বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো থাকবে আলোচনার টেবিলে।

২১ থেকে ২৪ অগাস্ট জাম কামাল খানের ঢাকা সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সরকারী উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ কোম্পানি এবং ইস্পাত কারখানা পরিদর্শন করবেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর