বগুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজ ছাত্র গ্রেফতার

আপডেট: August 22, 2025 |
inbound916459005726990377
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় কু-প্রস্তাবে রাজী না হওয়ায় কৌশলে ঘরে ঢুকে ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির সময় আরিফুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

২১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বগুড়ার ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স শ্রেণিতে লেখাপড়া করে। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদি হয়ে কলেজছাত্র আরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ওই ছাত্রী বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসির মেয়ে।

বাড়ির বাইরে গেলেই দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে কলেজছাত্র আরিফুল ইসলাম। কিন্ত কলেজছাত্রের কু-প্রস্তাবে রাজী হয়নি ওই ছাত্রী।

ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আরিফুলের অভিভাবকদের কাছে অভিযোগ করে। এতে ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে উঠে ওই কলেজছাত্র।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় আরিফুল ইসলাম ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় আরিফুল ইসলাম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে।

তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে আরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দিতে থাকে।

এ সময় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯-ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আরিফুল ইসলামকে থানা হেফাজতে নেয়।

আহত আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ধনুট থানার অফিসরা ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর