সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবীতে মানববন্ধন

আপডেট: August 22, 2025 |
inbound8464247921705482749
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার চেয়ে, চট্টগ্রামে সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট (বৃহষ্পতিবার) বিকাল আড়াইটায় নগরীর এস এস খালেদ রোডে সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের সাম্প্রতিক হুমকি, শিষ্টাচার বহির্ভূত আচরণের  প্রতিবাদে সিইউজের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি বলেন,  আমরা কোন পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি।

কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দাড়াঁইনি। আমরা দাড়িঁয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে  বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিকরা নিশ্চুপ থাকলে সমাজ অন্ধকার হয়ে যাবে।

প্রকৃত সাংবাদিকদের কোন বন্ধু নেই। সাংবাদিকদের প্রকৃত বন্ধু হচ্ছে জনগন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, সাংবাদিকরা জেগে উঠেছেন। সাংবাদিকরা প্রতিবাদ করতে রাজপথে এসেছেন।

আজকের এ প্রতিবাদী কমর্সূচী পেশাদার সাংবাদিকরা ঐক্যের  প্রকাশ ।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সিএমপি কমিশনার এ ধরনের ভাষায় কথা বলতে পারেন না। আমরা এটাকে হুমকি হিসেবে বিবেচনা করেছি।

আমরা আপনার প্রতিষ্ঠানের অনিয়ম দূর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি। অবিলম্বে পুলিশ কমিশনারকে তাঁর শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রত্যাহার করতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুল ইসলাম জানান, আমার সহকর্মী যে নিউজ করেছে এতেই অনিয়ম দূর্নীতির যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে।

বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক  প্রণব বড়ুয়া অর্ণব বলেন, ব্যাটারি রিকসা কেন্দ্রিক পুলিশের সমস্ত অনিয়ম ও দূনীর্তির তথ্য সাংবাদিকদের কাছে রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক চ্যানেল  24 এর প্রতিবেদক এমদাদুল হক বলেন, আমার নিউজে সিএমপির ট্রাফিক বিভাগের অনিয়ম দূনীতির সুষ্পষ্ট তথ্য তুলে ধরার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে সিএমপি কমিশনারের হুমকী দেয়ার ঘটনা খুবই দু:খজনক।

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব বলেন, অবিলম্বে সিএমপি কমিশনারের দেয়া বক্তব্য প্রত্যাহার করে তাকে অব্যাহতি দিতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান গাজী টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদুল আলম বলেন, আমার সহকর্মীর উপর চড়াও হয়ে সাংবাদিকতাকে যারা ( সংশ্লিষ্ট পুলিশ ) রূদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিইউজের সহ-সভাপতি স ম ইব্রাহিম,, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান  খোরশেদুল আলম, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির ব্যুরো চিফ হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম,  সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী,
চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহবায়ক জিয়াদ আহমেদ, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, সিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল, সিনিয়র সাংবাদিক শারিয়ার হাসান, জাগো নিউজ এর ব্যুরো প্রধান ইকবাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেজা মোজাম্মেল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের
সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক সাইমন আল মুরাদ, দপ্তর সম্পাদক পারভেজুর রহমান, সিইউজের এর সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক বিপুল বড়ুয়া, চম্পক চক্রবর্তী, আজিজুল কদির, মিজানুর রহমান ইউসুফ, সঞ্জয় মল্লিক,সেলিম উল্লাহ, হাসান উল্লাহ,  রণজিত শীল, বিপ্লব মজুমদার, দেবব্রত রায় দেবু,
রনি গোমেজ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর