গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আপডেট: August 22, 2025 |
inbound7340311335242852722
print news

বেরোবি প্রতিনিধি: রিআর্থ ক্লাব , বেরোবি-এর উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে সপ্তম ও অষ্টম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিগত দুই দিনে তারা ফুড সিস্টেম, সুষম খাদ্য, জাঙ্ক ফুডের ঝুঁকি, নিরাপদ স্কুল টিফিন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও খাদ্যব্যবস্থার সংকট বিষয়ে ধারণা অর্জন করেছে।

সমাপনী দিনে শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও অতিথিদের সামনে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে— নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যকর টিফিনের মডেল এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্যব্যবস্থায় আসা পরিবর্তন ও তার মোকাবিলায় করণীয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সভাপতি মো: মনোয়ার হোসেন (রাজু), শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো: সগির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোশফিকুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাসিবুল হক তুষার এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলুপ কুমার রায়।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন, “এই ক্লাসের বাচ্চাদের সঠিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নাই। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এ বিষয় গুলোতে ধারণা থাকা দরকার। ”

অনুষ্ঠানে পুষ্টিবন্ধু প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনুশ্রী রায় বলেন, “আমাদের এই প্রোগ্রামের অন্যতম উদেশ্য ছিল বাচ্চাদের মধ্যে নিরাপদ খাদ্য ও খাদ্যভাস বিষয়ে সচেতনতা গড়ে তোলা পাশাপাশি খাদ্য ব্যবস্থায় যেসকল প্রভাবক আছে সে সম্পর্কে ধারণা দেয়া।

ক্লাস ৭-৮ এর বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রাম করার আরেকটা কারণ তাদের মধ্যে নেতৃত্ব দানের মানসিকতা সৃষ্টি করা”

রিআর্থ ক্লাবের আহ্বায়ক তাসবীন শাকিব বলেন, “রিআর্থ ক্লাব সবসময়ই পরিবেশ, জলবায়ু ও সামাজিক ন্যায়ের বিষয়গুলোতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

পুষ্টিবন্ধু প্রোগ্রাম আমাদের সেই উদ্দেশ্যেরই অংশ, যেখানে আমরা চাই তরুণ শিক্ষার্থীরা শুধু নিজেদের জন্য নয়, সমাজ ও পরিবেশের জন্যও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠুক।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়।

প্রোগ্রামটি অর্থায়ন করেছে গোবিন্দগঞ্জ অর্গানাইজেশন অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (গোল্ড) এবং কৌশলগত সহযোগী ছিল সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর