গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ নেতার পদত্যাগ

আপডেট: August 22, 2025 |
inbound7394240049758368387
print news

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ডের আট নেতা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক।

স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছেন জানিয়ে তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না। আমরা আমাদের পদত্যাগপত্র দ্রুত মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেব।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

পদত্যাগকারীরা হলেন- ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

Share Now

এই বিভাগের আরও খবর