বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

আপডেট: August 23, 2025 |
inbound8092742890128259661
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতার কারণে ডাকাতির কবল থেকে বেঁচে গেলেন শত শত যাত্রী।

জানা গেছে, গত শুক্রবার(২৩ আগষ্ট) রাত আড়াইটার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলার গণেশপুর পুলিশ বক্স এর সামনে ৪০-৫০ জন মুখোশধারী ডাকাত দল রামদা ও দেশীয় অস্ত্র এবং রশি হাতে নিয়ে রাস্তার দুটি গাছ কেটে ব্যারিকেট সৃষ্টি করে।

এ সময় টহলরত পুলিশের সামনে পড়ে যায় ডাকাত দল। পুলিশ গাড়ি থেকে নেমেই ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায় এবং রাস্তার গাছগুলো জমিতে ফেলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

পুনরায় ডাকাতদল রাত সাড়ে ৩টার দিকে উক্ত স্থানে আবারও বাস, ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে। টহলরত পুলিশ বিষয়টি আবারও টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খরব পেয়ে আজ শনিবার শনিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (অর্থ ও প্রশাসন) এবং শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, পুলিশী তৎপরতার কারণে ডাকাতি ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, আজ থেকে পুলিশের পাশাপাশি ঐ স্থানসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গ্রাম পুলিশ রাত্রিকালীন পাহাড়ায় থাকবে।

উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে উক্ত স্থানে রাস্তার গাছ কেটে ডাকাত দল বাস, ট্রাক, ঔষধ কোম্পানির মোটর সাইকেলসহ বিভিন্ন যাত্রীদের নিকট থেকে মালামাল লুট করে নিয়ে ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর