পলিটেকনিক শিক্ষার্থীদের গ্রেফতারের হুমকি, অপপ্রচার ও ষড়যন্ত্র মুলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: September 10, 2025 |
inbound6769882716793801808
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: পলিটেকনিক শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করানোর হুমকি প্রদান, প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক সকল প্রকার অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ফোটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পাশের আঞ্চলিক সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অযৌক্তিক তিন দফা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

একই সাথে দশম গ্রেড কার হাতে ছেড়ে দেয়া হবে উল্লেখ করে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর