‘আমি ২৪x৭ সজাগ রয়েছি’, করোনা ইস্যুতে মোদি

আপডেট: April 11, 2020 |
print news

ভারতে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় লকডাউন চলছে।চলতি লকডাউনের  মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জানান যে, করোনা মহামারি মোকাবেলায় তিনি সদা সতর্ক রয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক করেন তিনি।

জানা গেছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে  বৈঠকের সময় করোনা সতর্কতার উদাহরণ হিসাবে নিজেই মুখে মাস্ক পরে বসেন নরেন্দ্র মোদি।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকেই আশ্বস্ত করেন এই বলে যে তিনি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত।

তিনি বলেছেন, আমি ২৪x৭ সজাগ রয়েছি।

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের শিকার ২৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টাতে নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,০৩৫ জন। আর প্রাণহানি হয়েছে ৪০ জনের।  মোট ৭,৪৪৭ জন আক্রান্ত।

সূত্র : এনডিটিভি

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর