যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা
আপডেট: April 12, 2020
|
করোনাভাইরাস মহামারির কারণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। সেখানে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পাঁচ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।
একদিনেই দেশটিতে এক হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ১৫শ’র বেশি মানুষের প্রাণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
এমন পরিস্থিতিতে দুর্যোগ ঘোষণার বিষয়ে অনুমোদন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার ফলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের পাশাপাশি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জ, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, গুয়াম ও পুয়ের্তো রিকোসহ দেশটির সব অঞ্চল ফেডারেল দুর্যোগ ঘোষণার আওতাভুক্ত হলো।
একমাত্র ওয়াইওমিং বাদে সব অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। করোনায় অর্ধেক মৃত্যুই নিউ ইয়র্কে।
বৈশাখী নিউজ/ বিসি