ঘর থেকে বের হওয়ার খবর পুলিশকে দেবে ড্রোন

আপডেট: April 13, 2020 |

লকডাউন ভঙ্গকারীদের চিহ্নিত করতে এবার ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া শুরু করল ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা।

করোনা ভাইরাসের প্রতিরোধে ভারতে লকডাউন চলছে। দুই সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এই লকডাউন। মানুষকে ঘরে বসে করোনার বিরুদ্ধে লড়াই এর ডাক দিয়েছে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার করছে সরকার। তবে সরকারি সিদ্ধান্তকে কার্যকর করতে পুলিশকে রাস্তায় নেমে সাধারণ লাঠিপেটা করতেও হয়েছে।অযথা মানুষ রাস্তায় বের হওয়ায় পুলিশ আইন ভঙ্গকারীদের মোটরবাইক, অটো টোটো বাজেয়াপ্ত করছে।

এত কিছুর পরও কিছু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। কোন কোন এলাকার মানুষ সরকারি আইনভঙ্গ করছেন তা জানতে ড্রোন ক্যামেরার সাহায্য নিল ইসলামপুর পুলিশ জেলা।

জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, বহু প্রচার স্বত্বেও কিছু মানুষ অকারণ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। সেই সমস্ত মানুষকে চিহ্নিত করতেই নতুন পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। লকডাউন ভঙ্গকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবার কথা ঘোষণা করেছেন পুলিশ সুপার।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর