ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে করোনা চিকিৎসার সিদ্ধান্ত স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করে সেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় এই স্থগিতাদেশ দেয় বলে জানিয়েছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার।
তিনি বলেন, বার্ন ইউনিট রয়েছে ১০০ টি শয্যার রয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী আছে প্রায় ৩০০। এতগুলো পোড়া রোগী স্থানান্তর করা খুবই ঝুঁকির বিষয় এবং রোগী জন্যও খুব কষ্টকর। তাই হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আগের সিদ্ধান্ত স্থগিত করেছে।
এর আগে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্ন ইউনিটের সব রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হবে বলে জানিয়েছিলেন পরিচালক ডা. সামন্ত লাল সেন।
বৈশাখী নিউজ/ বিসি