আমেরিকায় মৃত্যু বাড়লেও আক্রান্তের হার কমছে

আপডেট: April 22, 2020 |
print news

আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যু ৪৫ হাজার ছাড়াল গত মঙ্গলবার। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী যা এক সপ্তাহের ব্যবধানে দিগুণ।এছাড়া একদিনে মৃত্যুও রেকর্ডের কাছাকাছি। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বর্তমানে সবার ওপরে রয়েছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজার। যা দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনের চেয়ে চারগুণ বেশি।

গত মঙ্গলবার আমেরিকায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫০ জনের। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ১৫ এপ্রিল ২ হাজার ৮০৬ জন মারা যায়। গতকাল সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্ক স্টেটে মারা যান ৪৮১ জন।

আশার দিক হচ্ছে গত চারদিনে দেশটিতে আক্রান্তের হার কমে এসেছে। যা করোনা মহামারি নিয়ন্ত্রণের পথে বড় উন্নতি। গত চারদিনে প্রতিদিন আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের কম মানুষ। যেখানে ৪ এপ্রিল আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৩৯২ জন। এ সফলতার কারণ হিসেবে সাধারণ মানুষ বাসায় থাকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে রয়টার্সের এক জরিপে উঠে এসেছে।

ওয়াল্ডোমেটের এর সর্বশেষ হিসাব অনুযায়ী করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়ে ফিরেছেন ৬ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। এ মহামারি এ পর্যন্ত বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর